চাঁদপুর সদর উপজেলা
চাঁদপুর সদর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে চাঁদপুর সদর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°১২′০″ উত্তর ৯০°৪০′১২″ পূর্ব / ২৩.২০০০০° উত্তর ৯০.৬৭০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
সরকার | |
• উপজেলা চেয়ারম্যান | মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান |
আয়তন | |
• মোট | ৩০৮.৭৮ বর্গকিমি (১১৯.২২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৪,৬৫,৯১৯ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৭.১২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ০৮৪১ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৩ ২২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চাঁদপুর সদর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]চাঁদপুর সদর উপজেলার আয়তন ৩০৮.৭৮ বর্গ কিলোমিটার (৭৬,৩০০ একর)। এটি আয়তনের দিক থেকে চাঁদপুর জেলার সবচেয়ে বড় উপজেলা।[১] এ উপজেলার উত্তরে মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা, দক্ষিণে হাইমচর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা, পূর্বে হাজীগঞ্জ উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা, পশ্চিমে মেঘনা নদী ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]চাঁদপুর সদর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চাঁদপুর সদর উপজেলার আওতাধীন।
- ১নং বিষ্ণুপুর
- ২নং আশিকাটি
- ৩নং কল্যাণপুর
- ৪নং শাহ মাহমুদপুর
- ৫নং রামপুর
- ৬নং মৈশাদী
- ৭নং তরপুরচণ্ডী
- ৮নং বাগাদী
- ৯নং বালিয়া
- ১০নং লক্ষ্মীপুর মডেল
- ১১নং ইব্রাহিমপুর
- ১২নং চান্দ্রা
- ১৩নং হানারচর
- ১৪নং রাজরাজেশ্বর।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার মোট জনসংখ্যা ৬,১৭,৫৬০ জন। এর মধ্যে পুরুষ ৩,১২,৯৫৯ জন এবং মহিলা ৩,০৫,৯৬০ জন। মোট পরিবার ১,১৮,১০৯টি।[১] এর মধ্যে মুসলমান ৯২.৯১%, হিন্দু ৬.৮৭%, খ্রীষ্টান ০.০৭%, বৌদ্ধ ০.০৩% ও অন্যান্য ০.১২%।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারি অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার সাক্ষরতার হার ৮০%।[১]
প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা | মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা | ডিগ্রি কলেজের সংখ্যা | বিশ্ববিদ্যালয় | ইন্টারমিডিয়েট | মাদ্রাসার সংখ্যা | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সরকারি | বেসরকারী | কমিউনিটি | সরকারি | বেসরকারী | সরকারি | বেসরকারী | সরকারি | বেসরকারী | সরকারি | বেসরকারী | উচ্চতর | এবতেদায়ী |
১৩৫ | ২৬ | ১৪ | ০৩ | ৪৫ | ০২ | ০১ | ০১ | ০০ | ০১ | ০৪ | ২৬ | ০২ |
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- মিজানুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ।
- এম এ ওয়াদুদ পাটওয়ারী, ভাষা সৈনিক ও রাজনীতিবিদ।
- ডা. দীপু মনি, সমাজকল্যাণমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও রাজনীতিবিদ।
- কবির বকুল, গীতিকার ও সাংবাদিক।
- রাশেদা বেগম হীরা, সাবেক সংসদ সদস্য, নারী নেত্রী ও রাজনীতিবিদ।
- শাইখ সিরাজ বিশিষ্ট কৃষিবিদ পরিচালক কৃষি মাটি ও মানুষ চ্যানেল আই।
- মহিউদ্দীন খান আলমগীর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর লেখক ও শিক্ষাবিদ
- রফিকুল ইসলাম রনি রাজনীতিবিদ ও সাবেক সাংসদ।
- অরুন নন্দী:সাঁতারু।
- ডাঃ এম এ ওয়াহেদ' সরকারি ডাক্তার(কোড়ালিয়া)স্বাধীনতা যুদ্ধে তিনি আহত সৈনিক দের সেবাদান ও তৎকালীন ভারপ্রাপ্ত রিলিফ কমিটির চেয়ারম্যান)।
প্রাচীন নিদর্শন
[সম্পাদনা]- চৌধুরী বাড়ি
- বেগম মসজিদ
- কালীবাড়ী মন্দির
- অঙ্গীকার
- বড় স্টেশন মোলহেড
- শপথ চত্বর
- ইলিশ চত্বর
- ফাইভ স্টার পার্ক
- পালের বাজার সেতু
- মেঘনার চর
- গুরুর চর
- গাছতলা ব্রীজ
- দোকানঘর, বাজার।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৩] | সংসদ সদস্য[৪][৫][৬][৭][৮] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৬২ চাঁদপুর-৩ | চাঁদপুর সদর উপজেলা এবং হাইমচর উপজেলা |
বিবিধ
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- চাঁদপুর মেডিকেল কলেজ
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- চাঁদপুর সরকারি কলেজ
- চাঁদপুর সরকারি মহিলা কলেজ
- পুরাণ বাজার ডিগ্রী কলেজ
- আল আমিন একাডেমী
- হাসান আলী হাই স্কুল
- মাতৃপীঠ বালিকা হাই স্কুল
- চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্বারক উচ্চ বিদ্যালয়
- চাঁদপুর সরকারি কারিগরি হাই স্কুল
- ছোটসুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয়
- মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়
- চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়
- ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়
- ফরক্কাবাদ ডিগ্রী কলেজ
- জামিয়া কুরআনিয়া মমিন বাড়ি মাদরাসা
- জামিয়া কুরআনিয়া কারিমিয়া মাদরাসা।
আরও দেখুন
[সম্পাদনা]- আয়তন: ৭৬৩০৪ (একর) বা ৩০৮.৭৮ বর্গ কিলোমিটার
- জনসংখ্যা: ৪,৩৬,৬৮০ জন। (২০০১ শুমারী অনুযায়ী)
- ঘনত্ব: ১৪১৪ জন প্রতি বর্গ কিলোমিটার
- নির্বাচনী এলাকা: ২৬২, চাঁদপুর -৩ নির্বাচনী এলাকা।
- খানা/ ইউনিয়ন:১৪ টি ইউনিয়ন
১. রাজরাজেশ্বর ২. হানারচর ৩. চান্দ্রা ৪. ইব্রাহীমপুর ৫. সাখুয়া ৬. বালিয়া ৭. বাগাদী ৮. তরপুরচন্ডী ৯. মৈশাদী ১০. রামপুর ১১. শাহমাহমুদপুর ১২. কল্যাণপুর ১৩. আশিকাটি ১৪. বিষ্ণুপুর
- মৌজা: ১৪৬ টি
- সরকারী হাসপাতাল: ০১ টি
- স্বাস্থ্য কেন্দ্র / ক্লিনিক:
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-১টি
- পরিবার কল্যাণ কেন্দ্র- ১৪টি
- মাতৃ সদন- ০২টি
- বক্ষব্যাধি হাসপাতাল- ০১টি
- কমিউনিটি ক্লিনিক- ৩৪ টি
- দাতব্য চিকিৎসালায়- ০১টি
- চক্ষু হাসপাতাল ১টি
- রেড ক্রিসেন্ট ১টি প্রাইমারি স্কুল ১৩৪টি হাই স্কুল ৪২ কলেজ ৩০টি
- পোস্ট অফিস: ৪৭ টি
- নদ নদী: ০৩ টি
- হাট বাজার: ৪০ টি
- ব্যাংক: ১৯ টি (তফসিলী ব্যাংক)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "চাঁদপুর সদর উপজেলা"। sadar.chandpur.gov.bd। ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |